চন্ডীগড়, ২৪ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হরিয়ানায়, প্রবল শৈত্যপ্রবাহে দুর্বিষহ অবস্থা রাজ্যবাসীর। আর এই ঠান্ডার প্রেক্ষিতেই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ছুটি বাড়ালো হরিয়ানা সরকার। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে স্কুলে। বুধবার হরিয়ানা সরকার জানিয়েছে, শৈত্যপ্রবাহের কারণে হরিয়ানার স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ছুটি আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
সমগ্র হরিয়ানায় শীতের দাপট বজায় রয়েছে, একইসঙ্গে থাকছে ঘন কুয়াশার দাপট। শীত ও কুয়াশার কারণে রোজই প্রভাবিত হচ্ছে স্বাভাবিক জনজীবন। হরিয়ানার কোথাও কোথাও ৩ ডিগ্রির নীচেও নেমে যাচ্ছে তাপমাত্রা। মাত্রাতিরিক্ত এই ঠান্ডার জন্যই ছোটদের ক্লাসে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার।

