কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : রাহুল গান্ধীর নাম মুখে না এনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানে বলেন, “বাংলায় যে আসছেন, ইন্ডিয়ার জোট সঙ্গী হিসাবে কি আমাদের জানিয়েছেন যে দিদি আপনার রাজ্যে যাচ্ছি? আমাদের কিছু জানানো হয়নি।”
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “রাহুল গান্ধী যাত্রা করছেন। উনি কাকে নেমন্তন্ন করবেন, সেটা আমার সাবজেক্টের মধ্যেই পড়ে না। তাই এ নিয়ে কিছু বলতে পারব না”। অধীরবাবুর কথায়, আসন সমঝোতার ব্যাপারেও কিছু বলতে পারব না। কারণ এ ব্যাপারে যা কথা বলার তা হাইকম্যান্ডই বলছিল বলে জানি।
‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে বৃহস্পতিবার বাংলায় ঢুকবেন রাহুল গান্ধী। তার ২৪ ঘণ্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা নিয়ে ইতিমধ্যে আন্দোলিত রাজ্য রাজনীতি। তাহলে কি ইন্ডিয়া জোট ভেঙে যাচ্ছে?
মঙ্গলবার রাহুল জানিয়েছিলেন, তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। মমতার সঙ্গে তাঁর সম্পর্ক ভাল বলেও দাবি করেছিলেন রাহুল। কিন্তু এদিন মমতা বলেন, ভুল কথা। কোনও আলোচনাই চলছে না। আমি আসন সমঝোতার জন্য প্রথমে যে প্রস্তাব দিয়েছিলাম তা ওরা প্রত্যাখান করেছে। তার পর আমার দল সিদ্ধান্ত নিয়েছে বাংলায় একাই চলবে।

