রাজস্থানে জাতীয় জুনিয়র কুরাশে অংশ নিতে রাজ্যদলের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। ১১ তম জুনিয়র ন্যাশনাল কুরাশ চ্যাম্পিয়নশিপ  অনুষ্ঠিত হচ্ছে এবার রাজস্থানের গঙ্গা নগরে। ২৬ শে জানুয়ারি থেকে শুরু হবে আসর। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। এতে অংশ গ্রহন করতে আজ, মঙ্গলবার সকাল সোয়া আটটায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে  ১০ জন খেলোয়ার ও কোচ ও রেফারি সহ মোট ১৩ জনের একটি ত্রিপুরা কুরাশ দল রাজস্থানের উদ্দেশ্যে রওনা হলো। 

ত্রিপুরা দলের খেলোয়াড়রা হল  অপরাজিত সিংহ, সুমিত দেবনাথ, আনসু সরকার, রুবীন শুক্ল দাস, সায়ন হোসেন, এম.ডি জাফর ইকবাল,  মেহেদী হোসেন,  অলক বাসফোর,  বিকাশ দেব,  জিৎ নট্ট। রেফারি সুপর্ণা দাস। টিম কোচ ম্যানেজার সুরজ শীল ও লিটন দাস। ত্রিপুরা কুরাশ এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি রাহুল ভট্টাচার্য খেলোয়ারদের সাফল্য কামনা করেছেন। পাশাপাশি ত্রিপুরা কুরাশ খেলোয়াররা এই জাতীয় আসরে ভালো ফলাফল করবে এবং ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে বলেই আশা ব্যক্ত করেছেন রাহুল ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *