জঙ্গিপুর, ২৩ জানুয়ারি (হি.স.) : ঠান্ডার হাত থেকে নিস্তার পেতে ঘরে আগুন পোহাতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হলেন বৃদ্ধা। ঘরে আগুন লেগে পুড়ে মৃত্যু হল ৭০ বছর বয়সি বৃদ্ধার। মঙ্গলবার এই ঘটনা ঘটল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জোতকমল এলাকায়। এভাবে বৃদ্ধার মৃত্যুতে স্বভাবতই শোকগ্রস্ত পরিবারের সদস্যরা। এলাকাবাসীও আতঙ্কিত।
জানা গেছে, রঘুনাথগঞ্জ এলাকার জোতকমলের বাসিন্দা ৭০ বছরের এক বৃদ্ধা নিজের ঘরে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত দাউদাউ করে আগুন ধরে যায় বাড়িটিতে। আশেপাশের বাসিন্দারা বুঝতে পেরে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। বাড়িতে একাকী অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। পুড়ে যায় বাড়িও। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
প্রসঙ্গত, মাঘের শুরু থেকেই জাঁকিয়ে শীত রাজ্যে। কুয়াশা, বৃষ্টির মাঝেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। প্রবল ঠান্ডায় কাঁপছে জেলাগুলি। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। এই পরিস্থিতিতে রাতের বেলা আগুন জ্বালিয়ে সেই তাপে শীতকে কাবু করার উপায় খুঁজে নিচ্ছেন বাসিন্দারা। আর সেখানেই চরম বিপদ।

