নিষেধাজ্ঞা অমান্য ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র, গুয়াহাটিতে পুলিশ ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষ, লাঠিচার্জ


গুয়াহাটি, ২৩ জানুয়ারি (হি.স.) : নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের ব্যারিকেড ভেঙে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় অংশগ্রহণকারী কংগ্রেস কর্মীরা গুয়াহাটি শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দিতে গেলে প্রচণ্ড ধাক্কাধাক্কি এবং পরে সংঘর্ষের সৃষ্টি হয়। উন্মত্ত কংগ্রেস কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালাতে হয়েছে পুলিশকে। বলা হচ্ছে, সংঘৰ্ষে আহত হয়েছেন কয়েকজন কংগ্রেস কর্মী। ঘটনা গুয়াহাটি শহরে প্রবেশদ্বার খানাপাড়ায় সংঘটিত হয়েছে। ঘটনার সময় উত্তেজনার সৃষ্টি হলেও আপাতত পরিস্থিতি শান্ত।

পূৰ্ব নিৰ্ধারিত সূচি অনুযায়ী আজ মেঘালয় থেকে ফের অসমে প্রবেশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। নিৰ্বিঘ্নে জোড়াবাট, নয়মাইল এলাকা অতিক্ৰম করে খানাপাড়া তেমাথায় প্রশাসন নির্ধারিত জাতীয় সড়ক ছেড়ে আচমকা গুয়াহাটি শহরে প্রবেশের চেষ্টা করেন কংগ্রেসের কর্মীরা। তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে, টপকে শহরে প্রবেশ করতে যান। তখন পুলিশের সঙ্গে বেশ ধাক্কাধাক্কি হয়। সামান্য দূর থেকে গোটা দৃশ্য উপভোগ করছিলেন যাত্রার হোতা রাহুল। এক সময় পুলিশের দিকে তেড়েফুঁড়ে যেতে থাকেন কংগ্রেস কর্মীরা। তথকন তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ।

প্রসঙ্গত, তিনদিন আগে যোরহাটেও একইভাবে নির্ধারিত পথ ছেড়ে অন্য রাস্তায় চলে গিয়েছিল রাহুলের যাত্রা। সে সময় দুর্ঘটনাও সংঘটিত হয়েছিল। আহত হয়েছিলেন দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহী। ঘটনার পরিপ্রেক্ষিতে যোরহাট পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।