“এই মুহূর্তর জন্য অপেক্ষা করেছি, জয় শ্রী রাম’’, শুভেন্দু অধিকারী

কলকাতা, ২২ জানুয়ারি, (হি.স.): “এই মুহূর্তর জন্য অপেক্ষা করেছি। জয় শ্রী রাম।’’ রামলালার আবির্ভাব উপলক্ষে সোমবার সামাজিক মাধ্যমে লিখলেন বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী। মিছিলেও হাঁটলেন তিনি
ভিডিয়োর ক্যাপশানে শুভেন্দুবাবু লিখেছেন, ‘কলকাতায় গেরুয়া সুনামি। অযোধ্যাধামের শ্রী রাম জন্মভূমিতে ভগবান রামের স্বদেশ প্রত্যাবর্তনকে সম্মান জানাতে শ্রী বৈকুণ্ঠ নাথ মন্দির থেকে শ্রী রাম মন্দির পর্যন্ত সনাতনী শোভা-যাত্রা। কী দিন, কী মুহূর্ত! আমরা শতাব্দী ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করেছি। জয় শ্রী রাম।’ গেরুয়া রঙের পতাকা হাতে হাঁটতে দেখা যায় বিরোধী দলনেতাকে। শুভেন্দুবাবুর সঙ্গে মিছিলে পা মেলান বহু মানুষ। মিছিলের সেই ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন শুভেন্দু।