নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): শীতের বিরাম নেই দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে। ঘন কুয়াশার কারণে সোমবারও অন্ধকারে নিমজ্জিত হল দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে সোমবারও দিল্লিতে বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা। কিছু বিমান দেরিতে চলাচল করেছে এবং কিছু বিমান বাতিলও করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী বেশ কিছু ট্রেন এদিনও দেরিতে চলাচল করেছে।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আপাতত ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিরাজ করবে দেশের বিভিন্ন অংশে, বিশেষ করে উত্তর ভারতে। কোথাও কোথাও অনেকটাই নামবে তাপমাত্রার পারদ। শীতের দাপট বেশি থাকবে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে। এছাড়াও ঠান্ডায় বজায় থাকবে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গেও।