রাজস্থানের সাতটি বিভাগীয় সদর দফতর থেকে অযোধ্যায় বাস পরিষেবা শুরু হবে : মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা

জয়পুর, ২২ জানুয়ারি (হি.স.) : রাজস্থানের সাতটি বিভাগীয় সদর দফতর থেকে অযোধ্যায় বাস পরিষেবা শুরু হবে । সোমবার এই ঘোষণা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। অযোধ্যায় এদিন শ্রী রামমন্দির প্রতিষ্ঠার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জানান যে রাজস্থান রাজ্যের সাতটি বিভাগীয় সদর দফতর থেকে অযোধ্যায় সড়কপথে বাস পরিষেবা চালু হবে।

মুখ্যমন্ত্রী সোমবার একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, রাজস্থান রাজ্য সড়ক পরিবহন নিগমের বাস পরিষেবা রাজস্থানের জয়পুর, ভরতপুর, বিকানের, উদয়পুর, যোধপুর, কোটা এবং আজমের থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়াও, সিনিয়র সিটিজেন পিলগ্রিমেজ প্রকল্পের অধীনে, ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত ৩০০০ তীর্থযাত্রীকে অযোধ্যার শ্রী রাম মন্দির দর্শন করানো হবে। তিনি জানান, এছাড়াও জয়পুর থেকে অযোধ্যা পর্যন্ত একটি বিশেষ বিমান পরিষেবা চালু করা হবে। পয়লা ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা শুরু করা হবে। এছাড়াও রাজস্থান রাজ্য থেকে অযোধ্যা পর্যন্ত বিশেষ রেল পরিষেবাও চালু করা হবে।