মিউনিখ, ২২ জানুয়ারি (হি.স.): বায়ার্ন মিউনিখ সারা ম্যাচ জুড়ে আক্রমণের ঢেউ তুলে গোলের দেখা পেল না। তাদের বেশিরভাগ শট হলো লক্ষ্যভ্রষ্ট। শেষ পর্যন্ত মিচেল ভাইজারের চমৎকার গোলে আলিয়াঞ্জ অ্যারেনা থেকে স্মরণীয় এক জয় পেল ভার্ডার ব্রেমেন। বুন্ডেস লিগায় রবিবার রাতে বায়ার্নকে তাদের মাঠেই ১-০ গোলে হারাল ব্রেমেন। ৫৯তম মিনিটে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে মিউনিখের কয়েক খেলোয়াড়ের মাঝ দিয়ে জোরাল শটে গোলটি করেন বায়ার্নের প্রাক্তন ডিফেন্ডার ভাইজার।
২০০৮ সালের পর এই প্রথম ব্রেমেনের বিপক্ষে হারল বায়ার্ন। মাঝে টানা ৩২ ম্যাচে অপরাজিত ছিল মিউনিখের দলটি। এর মধ্যে তারা জিতেছিল ২৮টি।
আর বুন্ডেসলিগায় ঘরের মাঠে বায়ার্নের টানা ৬৫ ম্যাচে গোল করার রেকর্ড যাত্রাও থেমে গেল। ১৭ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে লেভারকুজেনের ৪৮ পয়েন্ট। ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ব্রেমেন।

