গাজিয়াবাদ, ২১ জানুয়ারি (হি.স.) : নতুন দিল্লি থেকে অযোধ্যায় স্পাইস জেটের বিশেষ বিমানের উদ্বোধন করলেন সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী ভি কে সিং। রবিবার নয়াদিল্লি থেকে স্পাইস জেটের বিশেষ বিমান অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়। এই রুটে স্পাইস জেটের এটিই প্রথম বিমান। রাষ্ট্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী ভি কে সিং, তাঁর স্ত্রী ভারতী সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি রবিবার ওই বিমানে করে অযোধ্যায় রওনা দেন।
এই বিমানটি রওনা দেওয়ার আগে মন্ত্রী ভি কে সিং জানান, অযোধ্যার উদ্দেশ্যে যেসব ভক্তরা যেতে চান তাদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টাকে অর্থবহ করতে রবিবার প্রথম বিশেষ বিমান ছাড়বে। তিনি বলেন,অযোধ্যার পবিত্র ভূমি পর্যটনের ক্ষেত্রে ক্রমাগত প্রসারিত হচ্ছে। অযোধ্যার পবিত্র ভূমি উত্তরপ্রদেশের বিশেষ পর্যটন স্থানগুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যাতে দেশের সমস্ত নাগরিক সেখানে যাওয়ার জন্য পরিবহন সুবিধা পেতে পারেন, সেই কারণেই এদিন প্রথম এই বিমানটি দিল্লি থেকে রওনা দেবে।
এভিয়েশন কোম্পানি স্পাইজেট দুই দিন আগে ঘোষণা করেছিল, ১ ফেব্রুয়ারি থেকে দেশের আটটি শহর ও অযোধ্যার মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হবে। সংস্থাটি আরও জানায় যে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে, রাম ভক্তদের সুবিধার্থে ২১ জানুয়ারি নয়াদিল্লি থেকে অযোধ্যায় একটি বিশেষ বিমান চালানো হবে।

