বালুরঘাট, ২১ জানুয়ারি (হি.স.) : তৃণমূলের শীর্ষ নেতাদের দুবাই প্রীতি নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
র্যাশন কেলেঙ্কারিতে ধৃত বনগাঁর তৃণমূল নেতা শংকর আঢ্যর প্রসঙ্গ তুলে সুকান্ত বলেন, ‘একজন তৃণমূলের চুনোপুঁটি নেতা তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের যদি দুবাইয়ে কোম্পানি থাকতে পারে, তাহলে অনায়াসেই ধরে নেওয়া যায় তৃণমূলের রাঘব বোয়ালদের দুবাইয়ে আর কী কী থাকতে পারে। তাই তো আমরা তৃণমূলের নেতাদের প্রায়ই দুবাই যাওয়ার ধুম দেখতে পাই।’
তৃণমূলকে তোপ দেগে সুকান্ত বলেন, ‘ভোট আসছে। তাই রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকার নেতৃত্বে তৃণমূল ভোট কেনার জন্য ভোটারদের মধ্যে উপঢৌকন দিয়ে এসব কাণ্ডকারখানা চালাচ্ছে। তৃণমূলের আজ সংগঠনিক শক্তি নেই, তাই সরকারি যন্ত্র ও সরকারি অফিসগুলির পাশাপাশি জেলাশাসক, পুলিশের এসপি, আইসি এবং ওসিদের নিয়ে পার্টি অফিস বানিয়ে ভোট কেনার এই প্রচেষ্টা চালাচ্ছে। তাতে লাভের লাভ কিছু হবে না। মানুষ দেখছে রাজ্যের বেহাল অবস্থা।’-হিন্দুস্থান সমাচার / কাকলি