ফের চিকিৎসক নিগ্রহের ঘটনা রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি :  ফের চিকিৎসক নিগ্রহের ঘটনা রাজ্যে।  কতিপয় দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছেন চিকিৎসক ডা. সপ্তদ্বীপ দাস। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অল ত্রিপুরা গভমেন্ট ডক্টর এসোসিয়েশন। 

 ঘটনার বিবরণে প্রকাশ, গত মঙ্গলবার, ১৬/০১/২০২৪ তারিখ রাতে, কতিপয় দুষ্কৃতিকারী গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে’র কর্তব্যরত চিকিৎসক ডা. সপ্তদীপ দাসের উপর বিনা প্ররোচনায় দলবদ্ধভাবে  আক্রমণ চালায়। এই ঘটনায় চিকিৎসক ডা. সপ্তদীপ দাস গুরুতর ভাবে যখম হন। প্রাথমিক চিকিৎসার পর তাকে গোমতী জেলা হাসপাতাল, টেপানিয়ায় স্থানান্তরিত করা হয়। তার মাথায় আঘাত থাকাতে সিটি স্কান করানোর পর আগরতলা গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালে পাঠানো হয় নিউরোসার্জারী এবং নিউরোলজি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য। 

অল ত্রিপুরা গভর্মেন্ট ডক্টরস এসোসিয়েশন এই ঘৃণ্য ও বর্বর আক্রমনের তীব্র নিন্দা জানিয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এসোসিয়েশন।