হাওড়া, ২০ জানুয়ারি (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার কাছে শনিবার ভোররাতে লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি, হাওড়া থেকে খড়গপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই মালগাড়ি। চলন্ত অবস্থাতেই একটি কামরা খুলে বেরিয়ে যায়। এর ফলে মেচেদার কাছে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। হাওড়া-খড়গপুর শাখায় বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। অনেক ট্রেন বাতিল পর্যন্ত করতে হয়েছে। শনিবার ভোররাতে খড়গপুরগামী একটি মালগাড়ি পূর্ব মেদিনীপুরে নন্দাইগাজন স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন থেকে তিন নম্বর ওয়াগনটি লাইনচ্যুত হওয়ার জেরে আপ লাইনে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
লাইনচ্যুত বগিটি ভোগপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলে রেল সূত্রের খবর। আপ লাইনে ক্ষতিগ্রস্ত অংশের কাজ চলতে থাকে। রেল সূত্রের খবর, যে স্থানে মালগাড়ি লাইনচ্যুত হয় সেখানে মিডল এবং ডাউন লাইন দিয়ে ট্রেন চলছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এই ঘটনার জেরে শনিবার হাওড়ার একাধিক আপ এবং ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। মেচেদার কাছে নন্দাইগাজন স্টেশনের অদূরে মালগাড়ির তৃতীয় বগি আচমকা খুলে যায়। ওই সময়ে মালগাড়িটি যথেষ্ট দ্রুত গতিতে এগোচ্ছিল। ফলে লাইনচ্যুত কামরাটিকে নিয়েই ঘষতে ঘষতে বেশ কিছু দূর যায় মালগাড়িটি। লাইন ক্ষতিগ্রস্ত হয়।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার হাওড়া-খড়গপুর শাখায় ছ’টি আপ এবং আটটি ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া আপ ট্রেনগুলি হল— ৩৮৭০৩ ও ৩৮৭০৫ হাওড়া-খড়্গপুর লোকাল এবং ৩৮৪০৩, ৩৮৪১১, ৩৮৪০৯ ও ৩৮৪০৫ হাওড়া-পাঁশকুড়া লোকাল। এ ছাড়াও, ডাউন লাইনে বাতিল হয়েছে ৩৮৭০৮ ও ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া লোকাল, ৩৮৩০৬ মেচেদা হাওড়া-লোকাল, ৩৮৭১৪ হাওড়া-খড়্গপুর লোকাল এবং ৩৮৪১২, ৩৮৪২২, ৩৮৪১৮ ও ৩৮৪২৬ পাঁশকুড়া-হাওড়া লোকাল।

