চিনের স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৩ পড়ুয়া

বেজিং, ২০ জানুয়ারি (হি.স.) : চিনের স্কুল ছাত্রাবাসে আগুন লেগে মৃত্যু হয়েছে ১৩ জন পড়ুয়ার। চিনের হেনান প্রদেশে শুক্রবার রাতে একটি স্কুল ছাত্রাবাসে এই দুর্ঘটনাটি ঘটে। হেনানের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে অগ্নিকাণ্ডের খবর স্থানীয় দমকল বিভাগকে রাত ১১টায় জানানো হয়।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একজন আহত হয়েছেন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১১.৩৮ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।