কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): রেশন দুর্নীতি মামলায় ধৃত শংকর আঢ্যকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তিনি।
এদিন বিকেলেই তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। এই জেলেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও মানিক ভট্টাচার্য। এবার তাঁদের সঙ্গী হচ্ছেন শংকর আঢ্য।
ইডির হাতে গ্রেফতার হওয়া বনগাঁর প্রাক্তন পুরপ্রধানকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। তাঁর অসুস্থতার কথা জানিয়ে আইনজীবী হাসপাতালে ভর্তি করার পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়। বিচারপতি ৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।