রাম মন্দির নির্মাণ হল ‘অখণ্ড ভারত’-এর দিকে এক ধাপ এগোনো : মোহন যাদব

ভোপাল, ২০ জানুয়ারি (হি.স.) : রাম মন্দির নির্মাণ হল ‘অখণ্ড ভারত’-এর দিকে এক ধাপ এগোনো, শনিবার রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে একথা বলেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শনিবার ২০ জানুয়ারি ভোপালের বৈরাগড় এলাকায় একটি হনুমান চালিসা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে একথা বলেন মোহন যাদব।

তিনি এদিন বলেন, উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি নতুন রাম মন্দির নির্মাণ অখণ্ড ভারত বা অবিভক্ত ভারতের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। যদি ঈশ্বর চান তাহলে অখণ্ড ভারত আফগানিস্তান পর্যন্ত প্রসারিত হবে বলেও মন্তব্য করেন যাদব। তিনি শনিবার গণ হনুমান চালিসা পাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন। তিনি আরও বলেন, দেশের নাগরিকদের জন্য সৌভাগ্যের বিষয় যে মন্দিরটি ১৯৯০-৯২ সাল থেকে ৩০-৩২ বছরের সংগ্রামের পরে অবশেষে নির্মিত হয়েছে। তিনি জানান, সম্রাট বিক্রমাদিত্য এই স্থানে ভগবান রামের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের খারাপ সময়ে শত্রুরা ওই মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল। তাদের চোখে কাঁটার মতো ছিল ওই মন্দির।
সেসময় একইভাবে ভারত রাম মন্দিরের পাশাপাশি সিন্ধুকেও হারায়। পঞ্জাব বিভক্ত হয়ে যায় এবং ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান গঠিত হয়।