জন্মদাত্রী মায়ের মৃত্যুর সংবাদে শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে গেলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

শান্তিরবাজার,২০ জানুয়ারি: সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে শান্তির বাজার জেলা হাসপাতালে ছুটে গিয়েছিলেন মন্ত্রী তথা বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, সাব্রুম মহকুমার মাইরা এলাকার বাসিন্দা রাকেশ ত্রিপুরার সহধর্মীনি জুলি ত্রিপুরা (২১), কলাছরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। সেখানে জুলি ত্রিপুরার শারিরিক অবস্থার অবনতি দেখে শুক্রবার কর্তব্যরত চিকিৎসক জুলি ত্রিপুরাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে।

আরও জানা গিয়েছে, জুলি ত্রিপুরার হিমোগ্লোবিন কম হওয়াতে জুলি ত্রিপুরাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রক্ত দানকরাহয়। পরবর্তীসময় জুলি ত্রিপুরা কিছুটা সুস্থহয়ে উঠে। পরবর্তী কিছু সময় পর পুনরায় শারিরিক অবস্থার অবনতির জন্য মৃত্যুর মুখে ঢলে পরলো সদ্যজাত শিশুর মা। সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবরপেয়ে জেলা হাসপাতালে ছুটে গিয়েছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং।

রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেআসে চিকিৎসার গাফিলতির জন্য সদ্যজাত শিশুর মায়ের মৃত্যু হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, রাজ্যে বিজেপি ও আই পি এফ টির সরকার আসার পর সমস্ত জেলায় চিকিৎসা পরিষেবা ব্যাপক উন্নয়ন হয়েছে। যার মধ্যে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবারও উন্নয়ন হয়েছে।

মন্ত্রী আরও জানিয়েছেন, সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিকিৎসকদের সঙ্গে কথাবলে জানাযায় সদ্যজাত শিশুর মা রক্ত স্বল্পতায় ভূগছিলেন। অপরদিকে রক্তক্ষরন বন্ধ না হওয়াতে শারিরিক অসুস্থতার জন্য সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুহয়েছে। মন্ত্রী ও বিধায়ক পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছেন ও পরিবারের লোকজনদের সমবেদনা জানিয়েছেন।