আগরতলা, ২০ জানুয়ারী: রাম মন্দির প্রতিষ্ঠার আর মাত্র এক দিন বাকি। সেই লক্ষ্যেই দেশ জুড়ে প্রস্তুতি পুরোদমে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে শনিবার মোহনপুরের রাম ঠাকুর সেবা মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছে মন্ত্রী রতন লাল নাথ।
এদিন তিনি বলেন, মাঝখানে আরেকদিন। এরপরই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাম মন্দিরের গর্ভ গৃহে বিরাজমান রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর সেই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীট আহ্বানে রাম লালার আগমনের প্রাকমুহুর্তে দেশের সমস্ত মন্দির প্রাঙ্গণ সেজে উঠবে স্বচ্ছতায়।
তাঁর কথায়, নরেন্দ্র মোদীর এই আহবান কে সামনে রেখেই আজ মোহনপুরের রামঠাকুর সেবা মন্দিরে কার্যকর্তাদের সঙ্গে নিয়ে স্বচ্ছতা অভিযানের সামিল হয়েছেন তিনি। একে একে সমস্ত মন্দির প্রাঙ্গণ পরিচ্ছন্নতায় সাজিয়ে তোলা হবে। স্বচ্ছতাই একমাত্র সেবা বলে দাবি করেন তিনি।

