হেমন্ত সোরেনকে তাঁর বাসভবনেই জেরা ইডি-র, বাইরে কেঁদে ভাসালেন অনুরাগীরা

রাঁচি, ২০ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তাঁর রাঁচির বাসভবনেই জিজ্ঞাসাবাদ শুরু করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা। শনিবার দুপুরের দিকে হেমন্ত সোরেনের বাসভবনে পৌঁছন ইডি-র আধিকারিকরা। ইডি-র অষ্টম সমনের পর হেমন্ত সোরেন জিজ্ঞাসাবাদের জন্য সম্মত হন। তবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজে ইডি অফিসে যাননি, বরং ইডি আধিকারিকদের নিজ বাসভবনে ডেকেছেন। ইডি আধিকারিকরা শনিবার দুপুর একটা নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছন।

মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢোকার আগে ইডি অফিসারদের গাড়িও চেক করা হয়। মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ডিসি, এসএসপি-সহ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে, হেমন্ত সোরেনকে যখন ইডি-র আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন, তখন তাঁর বাড়ির বাইরে কেঁদে ভাসালেন অনুরাগীরা। মুখ্যমন্ত্রী অবশ্য তাঁদের আশ্বস্ত করে বলেছেন, আমি কী কোথাও যাচ্ছি?