সার্কিট হাউজ এলাকায় গাড়ির ধাক্কায় অল্পেতে প্রাণে বাঁচলেন বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি : রাজধানীর সার্কিট হাউজ এলাকায় গাড়ির ধাক্কায় অল্পেতে প্রাণে বাঁচলেন এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। ঘটনার বিবরণে জানা যায় সার্কিট হাউজস্থিত এলাকায় রাস্তায় পাশেই নিজের বাইক দাঁড় করিয়ে বাইকের উপরে বসে ছিলেন বাইক চালক।

তখনই উনার একটি সামনে গিয়ে একটি বাস গাড়ি দাঁড়ায়। বাস গাড়িটিকে দাঁড় করিয়েই গাড়ির চালক পেছন দিকে লক্ষ্য না করেই বাস গাড়িটিকে পিছন দিকে নিয়ে যান। আর তাতেই বাস গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা বাইকটিকে লক্ষ্য না করেই সজোরে ধাক্কা দিয় ওই বাস গাড়ীটি। এতে বাইকের উপরে বসে থাকা চালক বাইক সরে গিয়ে নিজেকে রক্ষা করেছেন। তবে বাইকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

বাস গাড়ির চালকের অসাবধানতার জেরেই এই ঘটনা বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। বাস গাড়িটিকে ছিল না কোনো সহ-চালক। এর ফলেই এই দুর্ঘটনা বলে দাবী প্রত্যক্ষদর্শীদের।