ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। টানা ছয় ম্যাচে জয়। অর্থাৎ জয়ের ডাবল হ্যাটট্রিক করে এগিয়ে চলো সংঘ সুপার ফোরে খেলা নিশ্চিত করে নিয়েছে। লড়াই করে শেষ পর্যন্ত পরাজয় হজম করলো তরুণ সংঘ। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে শুক্রবার ডক্টর বি আর আম্বেদকর মাঠে এগিয়ে চলো সংঘে র মুখোমুখি হয় তরুণ সংঘ শিবির। ম্যাচে ১৯ রানের ব্যবধানে জয় লাভ করে এগিয়ে চলো সংঘ। টস জিতে এগিয়ে চলোর অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যদি ও শুরুটা নড়বড়েই হয় দলের। দুজন ওপেনারই ব্যর্থ। পরবর্তীতে উইকেটে এসে দলের হাল ধরে ময়ুক চৌধুরী ও অর্পণ ভট্টাচার্যরা। এই জুটি স্কোরবোর্ডে রানের অক্সিজেন যোগায়। ময়ুক ৫৭, অর্পণ ২৫, সুমন যাদব ১৭ এবং শেষ দিকে দলের অধিনায়ক রাজদীপ সিনহার ৪৮ রানে ভর দিয়ে এগিয়ে চলোর স্কোর দাঁড়ায় ৪৫ ওভারে ৮ উইকেটে ১৮৬ রান। বলে তরুণ সংঘের পক্ষে দুটি করে উইকেটে হাত পাকায় শতদীপ দেবনাথ ও ইয়ার্থা সিনহা। পাল্টা খেলতে নেমে তরুণ সংঘের শুরুটা ও তেমন ভালো হয়নি। দুই ওপেনার তাদের ও ব্যর্থ। এই অবস্থায় ইয়াত্রা সিনহা ও সুভাষ দাস উইকেট আগলে দলের হাল ধরে। এই জুটি স্কোরকে দারুন ভাবে এগোতে থাকে। ইয়াত্রা ৭৪ বলে ৬৩ এবং সুভাষ ৯৯ বলে ৫৬ রান করে আউট হবার পরই থেমে গেল তরুণ সংঘের রানের দৌড়। তখন তরুণ সংঘের স্কোর প্রায় দেড়শ। বাকি রানটা আর কেউই দায়িত্ব নিয়ে করতে পারলো না। সুবাদে পরাজয় হজম করেই মাঠ ছাড়তে হলো তরুণ সংঘকে। এগিয়ে চলোর পক্ষে মাহীন চৌধুরী তিনটি এবং দুটো উইকেট দখল করে রাজদীপ সিনহা।