কোপা দে রে : দুর্বল ইউনিয়নিস্তাসকে অতি কষ্টে হারিয়ে শেষ আটে বার্সা

বার্সিলোনা, ১৯ জানুয়ারি (হি.স.): বার্সেলোনার সঙ্গে ইউনিয়নিস্তাসের তুলনাই চলে না। শক্তি-সামর্থ্যে, দুই দলের মধ্যে পার্থক্য অনেক। আর এই তৃতীয় স্তরের দল ইউনিয়নিস্তাসকে হারাতেই হিমসিম খেল বার্সা। চমৎকার এক গোলে এগিয়েও গিয়েছিল উজ্জীবিত দলটি। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে ৩-১ গোলে জিতে কোপা দেল রে-র কোয়ার্টার-ফাইনালে উঠেছে শাভি এর্নান্দেসের দল।

আলভারো গোমেসের গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। এরপর সমতা টানেন ফেররান তরেস। বার্সার হয়ে পরের গোল দুটি করেন জুল কুন্দে ও আলেহান্দ্রো বাল্দে। চলতি মরসুমটা ভালো যাচ্ছে না বার্সেলোনার। পারফরম্যান্সের ধারাবাহিকতা নেই। গত ম্যাচে স্প্যানিশ সুপার কাপে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে শোচনীয় ভাবে হেরে কোচ শাভির দিকে ধেয়ে আসছে সমালোচনার তির। এর উপর দুর্বল ইউনিয়নিস্তাসকে হারাতেই হিমশিম খেতে হলো তাদের।