ভাদোদরা, ১৯ জানুয়ারি (হি.স.): গুজরাটের ভদোদরায় নৌকাডুবির ঘটনায় মামলা দায়ের হয়েছে মোট ১৮ জনের নামে। এছাড়াও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল মর্মান্তিক এই ঘটনার তদন্তভার তুলে দিয়েছেন ভাদোদরা জেলা ম্যাজিস্ট্রেটের হাতে, নৌকাডুবির ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১০-দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় তদন্তের দাবি তুলেছে কংগ্রেসও। ভদোদরা পৌর নিগমের বিরোধী দলনেত্রী তথা কংগ্রেসের অমি রাওয়াত বলেছেন, “আমরা এই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড হিসাবে বিবেচনা করছি। আমরা দাবি করছি, বর্তমান বিচারকের অধীনে এই ঘটনার তদন্ত হওয়া উচিত। এটি নিছক অবহেলাজনিত ঘটনা। নৌকায় কোনও লাইফ জ্যাকেট অথবা লাইফগার্ড ছিল না। যারা দায়ী তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করা উচিত।”
উল্লেখ্য, ভদোদরার একটি বেসরকারি স্কুল ‘নিউ সানরাইজ’-এর শিক্ষার্থীরা পিকনিকে গিয়েছিল, চেপেছিল নৌকায়। নৌকা উল্টে মৃত্যু হয় ১২ পড়ুয়ার। মারা গিয়েছেন দু’জন শিক্ষকও। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে হার্নি মোতনাথ লেকে।