আগরতলা, ১৮ জানুয়ারি: বাইক দূর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। আজ সকালে বিশালগড় থানাধীন সিপাহীজলা নৌকা ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
জনৈক দমকলকর্মী জানিয়েছেন, আজ সকালে বাইকে চেপে বিশ্রামগঞ্জ থেকে বিশালগড়ের দিকে আসছিলেন অমৃত দেবনাথ নামে এক যুবক। তখন বিশালগড় থানাধীন সিপাহীজলা নৌকা ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। তাতে রাস্তায় ছিটকে পড়ে তিনি। স্হানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। সাথে সাথে তাঁরা দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলকর্মীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল।