বীরপাড়া, ১৮ জানুয়ারি (হি. স.) : আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চৌপথিতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজীব বরাইক(২২)। এদিন সকাল দশটা নাগাদ নিজের ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর মা। খবর পেয়ে বীরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠায়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
মৃতের দাদা সুখধন বরাইক বলেন, ভাই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

