উত্তর ও দক্ষিণবঙ্গে শীতের শিরশিরানি রয়েছেই, পারদের ওঠানামাও চলছে তিলোত্তমায়

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই শীতের শিরশিরানি রয়েছে। কনকনে ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, কালিম্পঙ। শীতের দাপটে কাঁপছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিও। আবার তাপমাত্রার পারদের ওঠানামাও চলছে তিলোত্তমায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। বৃহস্পতিবারও শীতের আমেজ অনুভূত হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, তবে তুলনামূলক কম। সকাল থেকে আকাশ অবশ্য মেঘলা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ১৯ জানুয়ারি কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ওই দিন বৃষ্টি হতে পারে। ২০ তারিখের পর থেকে বৃষ্টি থেমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং-এর উঁচু পাহাড়ে হতে পারে তুষারপাত।