দুদিনের রাজ্য সফরে রাজ্যে মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, উদ্বোধন করবেন দুটি বিশ্বকর্মা কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি : কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা এবং জলশক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর শুক্রবার থেকে তাঁর দুদিনের আগরতলা সফর শুরু করবেন। এই দুদিনে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের কর্মসূচীতে যোগদান করবেন।

দুদিনের এই সফরকালে তিনি ত্রিপুরায় দুটি বিশ্বকর্মা কেন্দ্রের উদ্বোধনে যোগদান করবেন এবং “বিশ্বকর্মা গুরুদের সম্মানে” আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক যারা  বিশ্বকর্মা যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অভিনন্দন জানানো হবে৷ আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এই যোজনা রাজ্যের ৪৮ হাজারেরও বেশি তরুণকে আগামী তিন বছরে ভবিষ্যৎ-প্রস্তুত এবং শিল্প-প্রস্তুত দক্ষতা অর্জনে সহায়তা করার লক্ষ্যে দক্ষতামূলক উদ্যোগ শুরু করবেন।

এছাড়াও আগরতলায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপ ( আই আই ই) এর প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে মন্ত্রীর। এই অনুষ্ঠানটি আইআইই এবং এনআইটি, টিটিএডিসি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ( নিলিট) এর মধ্যে দক্ষতার উদ্যোগের বিষয়ে সমঝোতা স্মারক বিনিময়ের অন্তর্ভুক্ত।

 মন্ত্রী পিএমকেভিওয়াই ৪.০ এর অধীনে আইআইই, রাজ্য দক্ষতা বিভাগ, উত্তর পূর্ব হস্তশিল্প ও তাঁত উন্নয়ন কর্পোরেশন এবং উত্তর পূর্বাঞ্চলীয় আঞ্চলিক কৃষি বিপণন কর্পোরেশন এর মাধ্যমে ১৪ হাজার শিক্ষার্থীর জন্য প্রশিক্ষণ কর্মসূচিও চালু করবেন এই সফরকালে।

উল্লেখ্য, এই মাসের শুরুর দিকে, মন্ত্রী রাজীব চন্দ্রশেখর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সাথে একই মিশনে নিযুক্ত ছিলেন। যেখানে তিনি গোয়ায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা উদ্যোগের অধীনে দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রগুলির উদ্বোধন করেছিলেন।

এছাড়াও মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সাধারণ নাগরিকদের সাথে ককবরক দিবস উদযাপনে অংশ নেবেন।  এরপর তিনি জলজীবন মিশনের অগ্রগতি পর্যালোচনা করতে গান্ধীগ্রাম জল শোধনাগারে যাবেন। যেখানে তিনি স্থানীয়দের সাথেও কথা বলবেন। এই অনুষ্ঠানটি পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া ব্লকের পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হবে।

সফরের দ্বিতীয়দিনে মন্ত্রী আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের সাথে আলোচনায় মিলিত হবেন এবং যুবাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *