বাসন্তী, ১৮ জানুযারি (হি. স.) : পরপর দুর্ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী রাজ্য সড়কে। বৃহস্পতিবার দুপুরে প্রথম দুর্ঘটনা ঘটে বাসন্তী রাজ্য সড়কের চোরা ডাকাতিয়া মোড়ে। সেখানে একটি কাপড় বোঝাই লরি পিছনে একটি প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারলে লরিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায়। পাশাপাশি প্রাইভেট গাড়িটিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য রক্ষা পান দুটি গাড়ির চালকই। এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী রাজ্য সড়ক।
স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় চালকদের। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলিকে সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করে তোলে।
অন্যদিকে এদিন দুপুরে গদখালি থেকে পর্যটক বোঝাই একটি ম্যাজিক ভ্যান ক্যানিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু বাসন্তী রাজ্য সড়কের পালবাড়ির কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আর একটি ম্যাজিক ভ্যানকে ধাক্কা মারলে পাঁচজন পর্যটক আহত হন। পর্যটকরা বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও শিলিগুড়ি থেকে সুন্দরবন বেড়াতে এসেছিলেন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে পাঠায়। পর্যটকদের অভিযোগ ম্যাজিক গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তাঁকে একাধিকবার ধিরে গাড়ি চালাতে বললেও সে শোনেনি বলেই অভিযোগ তাঁদের। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ম্যাজিক গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

