চালসা, ১৮ জানুয়ারি (হি. স.) : জলপাইগুড়ির চালসা মালবাজারমুখী ৩১ নম্বর জাতীয় সড়কের শালবাড়ি মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল মুরগি ভর্তি ছোট গাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে মেটেলি থানার পুলিশ গিয়ে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে। যদিও দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
জানা গিয়েছে, এদিন সকালে মুরগিবোঝাই ওই গাড়িটি চালসা থেকে মালবাজারের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে শালবাড়ি মোর সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। গাড়িতে থাকা বেশকিছু মুরগিরও মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে চালসা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

