আপডেট…মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর বন্দুক-হামলা কুকি জঙ্গিদের, হতাহত চার জওয়ান, কেন্দ্ৰেৰ কাছে যুদ্ধ-হেলিকপ্টার চেয়েছে রাজ্য

ইমফল, ১৭ জানুয়ারি (হি.স.) : মণিপুরের মোরে জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে যুদ্ধ-হেলিকপ্টার চেয়ে জরুরিভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্ৰ মন্ত্রকের কাছে চিঠি দিয়েছে রাজ্য সরকার।

আজ বুধবার ভোররাত প্রায় ২:২৪ মিনিট নাগাদ ভারত-মায়ানমার সীমান্তবর্তী মোরে জেলার অন্তর্গত সিকিম গ্রাম এবং কানানভেঙে সংগঠিত নিরাপত্তা বাহিনীর ওপর সন্দেহজনক সশস্ত্র কুকি জঙ্গিদের অতৰ্কিত বন্দুক-হামলায় দুই জওয়ান শহিদ হয়েছেন। ঘায়েল হয়েছেন আরও দুই জওয়ান।

এ খবর লেখা পর্যন্ত আধাসেনা এবং কুকি জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের কাছে হেলিকপ্টার চাওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে।