চোরের দৌরাত্ম্যে অতিষ্ট রাজধানীবাসী, শহর জুড়ে রাত্রি কালীন টহল বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি : এয়ারপোর্ট থানা এলাকায় চোরের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়ে চলেছে। এয়ারপোর্ট থানাধীন তেবাড়িয়া এলাকায় এক দোকানে হানা দিল চোরের দল। দোকানের ছাউনি খুলে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ সমেত বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক মালতি সরকার।

সোমবার গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। আর্থিকভাবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।
তিনি আরো জানান ইতিপূর্বে ওনার দোকানে বেশ কয়েকবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এই বিষয়ে এয়ারপোর্ট থানাতে অভিযোগ করা হলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে গেছে।

দোকান মালিকের দাবি ওনার দোকানে এই চুরি কান্ডের সাথে যারাই জড়িত রয়েছে তাঁদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।  চুরির ঘটনায় এলাকার জনগণে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকায় রাতকালীন পুলিশের টহল বাড়ানোর দাবি উঠেছে।