ত্রিপুরা -১২৬ & ১৬৬
পাঞ্জাব-৩১১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। ইনিংস পরাজয় রোখা সম্ভব হলো না ত্রিপুরার। পাঞ্জাব ইনিংসহ ১৯ রানের ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল। সুবাদে বোনাস সহ ৭ পয়েন্ট অর্জিত হলো পাঞ্জাবের। মঙ্গলবারেই ইনিংস পরাজয়ের পথে হাঁটছিল ত্রিপুরা। ৫৯ রানে পিছিয়ে ছিল ত্রিপুরা স্রেফ ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যে। হাতে ছিল মাত্র ৪ টি উইকেট। শেষ পর্যন্ত এই চার উইকেট দলের জন্য ৪০ রান সংগ্রহ করে দিতে সক্ষম হয়েছে। অনূর্ধ্ব-২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। মোহালির আই এস বৃন্দা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ত্রিপুরা ইনিংস সহ ১৯ রানে পরাজিত হয়েছে। ত্রিপুরার প্রথম ইনিংসে ১২৬ রানের জবাবে স্বাগতিক পাঞ্জাব ৩১১ রান করে। ১৮৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে। শেষ পর্যন্ত ১৬৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় ত্রিপুরার। ত্রিপুরার অভিজিৎ দেববর্মা ৫ উইকেট দখল করেন। দ্বিতীয় দিনের ২ উইকেটে ২২২ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার আরও ৮৯ রান যোগ করার ফাঁকে শেষ ৮ টি উইকেট হারায় । দুই অপরাজিত ব্যাটসম্যান পুখরাজ মন এবং ক্রীশ ভগৎ প্যাভেলিয়নে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায় পাঞ্জাবের ইনিংস। পুখরাজ ২৪০ বল খেলে ১৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮৫ এবং ক্রীশ ভগৎ ১৪৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করেন। ত্রিপুরার পক্ষে অভিজিৎ দেববর্মা ৯৫ রানে ৫ টি, রিয়াজ উদ্দিন ৩৮ রানে এবং ইন্দ্রজিৎ দেবনাথ ৯০ রানে ২ টি উইকেট দখল করেন। ১৮৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে ত্রিপুরা। অন্তিম দিনে আজ আরও ৪০ রান যোগ করলেও ইনিংস পরাজয় এড়াতে পারেনি ত্রিপুরা দল।

