গুরু গোবিন্দ সিং-এর দেখানো পথে একতার সঙ্গে এগিয়ে চলুক দেশ ও সমাজ : নাড্ডা

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): গুরু গোবিন্দ সিং-এর প্রকাশ পর্ব উপলক্ষ্যে বুধবার দিল্লির গুরুদ্বারা রাকাব গঞ্জ সাহিবে প্রার্থনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। গুরুদ্বারা রাকাব গঞ্জ সাহিবে প্রার্থনা করে দেশে শান্তির কামনা করেছেন নাড্ডা। তিনি বলেছেন, “গুরু গোবিন্দ সিং-এর দেখানো পথ অনুসরণ করে একতা ও অখণ্ডতার সঙ্গে এগিয়ে চলুক দেশ ও সমাজ।” বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বুধবার গুরু গোবিন্দ সিংয়ের প্রকাশ পর্বে গুরুদ্বার রাকাব গঞ্জ সাহিবে প্রার্থনা করেছেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “গুরু গোবিন্দ সিং-এর ‘প্রকাশ পর্ব’-তে গুরুদ্বারা রাকাব গঞ্জ সাহিবে প্রণাম করার এবং আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। দেশে শান্তি বিরাজ করুক এই প্রার্থনা করছি।