কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.): বুধবার কেডি যাদব ইন্ডোর হলে ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন ৭৫০ সুপার সিরিজের শুরুটা মোটামুটি হল ভারতীয় শাটলারদের। ক্রমতালিকায় থাকা শীর্ষ থাকা এইচএস প্রণয় তাঁর প্রথম রাউন্ডের ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে চলে গেলেন, অন্যদিকে হেরে গেলেন লক্ষ্য সেন। এবারের কমনওয়েলথ গেমসে সোনা জয়ী ভারতীয় শাটলার লক্ষ্য হারলেন তাঁর স্বদেশী প্রিয়াংশু রাজাওয়াতের কাছে।
ফলে প্রথম রাউন্ড থেকেই বিদায় হয়ে গেল লক্ষ্য সেনের। এদিন লক্ষ্যকে হারিয়ে প্যারিস অলিম্পিক যাওয়ার আশা বাঁচিয়ে রাখলেন প্রিয়াংশু রাজাওয়াত। বিশ্ব ক্রমতালিকায় ৩০ নম্বরে থাকা প্রিয়াংশু এদিন হারিয়ে দিলেন বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে থাকা লক্ষ্য সেনকে ১৬-২১,২১-১৬,২১-১৩ ফলে। আর এদিন বিশ্ব ক্রমতালিকায় নয় নম্বরে থাকা প্রণয় হারিয়ে দিলেন বিশ্ব ক্রমতালিকায় ১৩ নম্বরে থাকা চাইনিজ তাইপের চৌউ-তিয়েন-চেনকে। খেলার ফল এদিন ভারতীয় শাটলারের পক্ষে ২১-৬,২১-১৯।