শুষ্ক আবহাওয়ায় দিনে উষ্ণতা বাড়ছে কাশ্মীরে, তাপমাত্রায় লক্ষণীয় বৈপরীত্য উপত্যকায়

শ্রীনগর, ১৭ জানুয়ারি (হি.স.): তাপমাত্রায় লক্ষণীয় বৈপরীত্য দেখা যাচ্ছে কাশ্মীর উপত্যকায়। শুষ্ক আবহাওয়ার কারণে দিনে উষ্ণতা বাড়ছে ভূস্বর্গে, আবার রাতে কাশ্মীর কাঁপছে কনকনে ঠান্ডায়। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, শীতের এই ভরা মরসুমেও তুষারপাতের দেখা নেই কাশ্মীরে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দিনে তাপমাত্রা বৃদ্ধির কারণে কাশ্মীরে উষ্ণতা অনুভূত হচ্ছে। অন্যদিকে, কাশ্মীরের রাতগুলি কাটছে প্রবল ঠান্ডায়। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত কাশ্মীরের আবহাওয়া একইরকম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকায় দিন ও রাতের মধ্যে তাপমাত্রার তারতম্য অব্যাহত থাকবে।