ডিফু (অসম), ১৭ জানুয়ারি (হি.স.) : দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন অসমের ডিফু সফর বাতিল হয়ে গেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আজ বুধবার দুপুরে মেঘালয়ের রাজধানী শিলং থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে করে ডিমাপুর এসেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু ঘন কুয়াশা এবং পাহাড়ে ঘন মেঘের দরুন ডিফুর উদ্দেশ্যে যাত্রা করার ঝুঁকি নিতে চাননি রাষ্ট্রপতির নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
আজ অসমের কার্বি আংলং জেলা সদর ডিফুর তারালাংসোতে কার্বি যুব উৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপন কার্যক্রমে অংশগ্রহণ করার কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদীর। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তাঁর ডিফু সফর বাতিল করা হয়েছে, কার্বি যুব উৎসবস্থলে সাংবাদিকদের জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্ৰী আরও জানান, একই কারণে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াও উৎসবে যোগ দিতে পারেননি।
মুখ্যমন্ত্ৰী বলেন, রাষ্ট্রপতির বক্তৃতা শুনতে এবং কার্বি যুব উৎসবের সুবর্ণ জয়ন্তী উপভোগ করতে অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন। কিন্তু কার্বি আংলঙের পাহাড়ে আজ খুব ঘন মেঘ ছিল। তিনি শিলং থেকে এসেছিলেন ঠিকই। কিন্তু কার্বি আংলঙে অবতরণ করতে পারেননি।
হিমন্তবিশ্ব বলেন, তবে রাষ্ট্রপতি এই অনুষ্ঠানের জন্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। তা সন্ধ্যায় জনসাধারণের কাছে তুলে ধরা হবে।
উল্লেখ্য, তিনদিনের সফরসূচি নিয়ে গত ১৫ জানুয়ারি মেঘালয় ও অসমে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুৰ্মু। ওইদিন বেলা দুটায় বিশেষ উড়ানে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। গুয়াহাটি বিমানবন্দর থেকে বায়ুসেনার হেলিকপ্টারে করে মেঘালয়ের তুরায় চলে যান রাষ্ট্রপতি। তুরার পিএ সাংমা স্টেডিয়ামে পঞ্চম মেঘালয় গেমসের উদ্বোধন, রাজ্যের কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, মহিলাদের স্বাবলম্বী সংক্রান্ত কার্যক্রম ইত্যাদিতে অংশগ্রহণ করেছেন তিনি।
গতকাল সন্ধ্যায় শিলঙে অবস্থিত রাজভবনে মেঘালয় সরকার আয়োজিত এক কার্যক্রমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসামরিক সংবৰ্ধনা প্রদান করা হয়েছে।
আজ ১৭ জানুয়ারি অসমের কার্বি আংলং জেলা সদর ডিফুর তারালাংসোতে কার্বি যুব উৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপন কার্যক্রমে অংশগ্রহণ না করে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন রাষ্ট্রপতি মুর্মু।

