বীমার টাকা পেতেই দোকানে ডাকাতির ঘটনা সাজানোর ছক, অভিযুক্ত মালিক

দক্ষিণ ২৪ পরগণা, ১৭ জানুয়ারি (হি.স.): সোনারপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় উঠে এল নয়া মোড়। ধারদেনার কারণে বিমার টাকা পেতেই দোকানে সাজানো ডাকাতির ঘটনার ছক কষা হয়। দোকানের মালিক রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়র করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় সোনারপুর থানা এলাকার বৈকুন্ঠপুরের বাগুইপাড়ায় একটি সোনার দোকানে ডাকাতির অভিযোগ ওঠে। অভিযোগ, সন্ধ্যেবেলা দোকান খোলার পরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না এবং নগদ টাকা লুঠ করে নিয়ে পালায় কয়েকজন দুষ্কৃতী।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। দোকানের কর্ণধার রাজু রায়কে সোনারপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সোনারপুর থানার আইসি এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্র বদন ঝাঁ রাজুকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। খতিয়ে দেখা হয় এই এলাকার সিসিটিভি ফুটেজ। জানা যায়, বাইকে করে এসে হানা দেয় দুষ্কৃতীরা।

ঘটনায় সোনার দোকানের মালিক রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গয়না দেওয়ার নামে অনেকের কাছ থেকেই এভাবে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান, ঘটনার তদন্ত করে পুরো বিষয়টি সামনে এসেছে। ডাকাতির ঘটনা সাজানো বলেই জানান তিনি।