উন্নত দেশের লক্ষ্যে দেশের যাত্রাকে সংজ্ঞায়িত করবে স্টার্টআপ : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): উন্নত দেশের লক্ষ্যে দেশের যাত্রাকে সংজ্ঞায়িত করবে স্টার্টআপগুলি। বললেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। মঙ্গলবার তিনি বলেছেন, স্টার্টআপগুলিই অমৃত কালের সময় উন্নত দেশের দিশায় দেশের যাত্রাকে সংজ্ঞায়িত করবে। মঙ্গলবার তিনি নতুন দিল্লিতে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগের অধীনে স্টার্টআপ এবং স্টেট র‍্যাঙ্কিং অ্যাওয়ার্ডে ভাষণ দেওয়ার সময় একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এদিন সমস্ত বয়সের মানুষজনকে স্টার্টআপ ইকোসিস্টেমে যোগ দিতে এবং গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখার জন্য আহ্বান জানান। স্টার্টআপের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে গোয়েল বলেন, নতুন যুগের দক্ষতা, ভবিষ্যৎ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবন ভারতের ভবিষ্যতের জন্য রোডম্যাপ তৈরি করবে।

তিনি আরও বলেন, জাতীয় স্টার্টআপ দিবস উপলক্ষে, স্টার্টআপ ইন্ডিয়া মিশন ২০১৬ সালে একটি অভিনবত্ব হিসাবে শুরু হয়েছিল এবং এটি জাতীয় মূলধারার একটি অংশ হয়ে উঠেছে। এদিন পুরস্কারপ্রাপ্তদের প্রশংসা করে গোয়েল বলেন, স্টার্টআপগুলি সরকারের প্রধান অগ্রাধিকার৷ পর্যটন ও কৃষি-সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন ধারণা তৈরির ওপর গুরুত্বারোপ করেন গোয়েল।