BRAKING NEWS

বিদ্যুৎ প্রকল্পগুলি চালানো, পর্যটন সেক্টরকে সমৃদ্ধ করতে তুষারপাত আবশ্যক : মনোজ সিনহা

শ্রীনগর, ১৬ জানুয়ারি (হি.স.): শীতের ভরা মরসুমে তুষারপাতের দেখা নেই কাশ্মীরে, স্বাভাবিকভাবেই হতাশ পর্যটকরা। এই পরিস্থিতিতে এবার কাশ্মীরে তুষারপাতের আশা প্রকাশ করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহ। মঙ্গলবার তিনি বলেছেন, “বিদ্যুৎ প্রকল্প চালানোর জন্য এবং পর্যটন সেক্টরের উন্নতির জন্য তুষারপাত আবশ্যক ও অপরিহার্য।

এদিন উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “আমি তুষারপাতের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, কারণ বিদ্যুৎ প্রকল্পগুলি চালানোর জন্য তুষারপাত আবশ্যক, অন্যথায় সেগুলি বিলুপ্ত হয়ে যাবে৷ পর্যটন সেক্টরকে সমৃদ্ধ রাখতে তুষারপাতও অপরিহার্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *