গোপন  খবরের ভিত্তিতে ফের এক নেশা কারবারী পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ জানুয়ারি : নেশার রমরমা রুখতে সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার বিকেল বেলা কৈলাসহর থানার পুলিশ ডলুগাঁও বাজারে অভিযান চালিয়ে তীর জুয়ার আসর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ।

জানা যায়, যে ওই ব্যক্তির নাম বিমল শীল। উনার একটি সেলুন রয়েছে ডলুগাঁও বাজারে। কৈলাসহর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার বিকেল বেলা বিমল শীলের সেলুনে অভিযান চালিয়ে বিমল শীলকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। বর্তমানে বিমল শীল কৈলাসহর থানার হেফাজতে রয়েছে।

পাশাপাশি বিমল শিলের কাছ থেকে নগদ ১৫২০ টাকা সহ তীর খেলার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে কৈলাসহর থানার পুলিশ। প্রতিদিনই রুটিন মাফিক কৈলাসহর থানার পুলিশ একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছে। প্রশাসনিক আধিকারিকদের এই ধরনের কার্যকলাপ দেখে খুবই খুশি গোটা কৈলাসহরবাসী। আগামী দিনও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানায় কৈলাসহর থানার পুলিশ।