নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, একইসঙ্গে ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার দেশের বিভিন্ন প্রাণ থেকে দিল্লিগামী ৩০টি ট্রেন বিলম্বে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, হাওড়া-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, শিয়ালদহ-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, ডিব্রুগড়-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস প্রভৃতি।
ঘন কুয়াশার কারণে রাজধানী দিল্লিতে এদিন ভোর থেকে সকাল পর্যন্ত দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। খুব কাছে থাকা বস্তুও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। সকাল ৫.৩০ মিনিট নাগাদ দিল্লির সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৪.৮ ডিগ্রি সেলসিয়াস, ওই একই সময়ে পালমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস। দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দর থেকে এদিনও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে।
ঘন কুয়াশা ও শীতের দাপটে নাজেহাল অবস্থা পঞ্জাব, উত্তর প্রদেশ ও রাজস্থানেও। কুয়াশার কারণে উত্তর প্রদেশের মোরাদাবাদ, আলিগড়, বারাণসীতে এদিন সকালে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। পঞ্জাবের ভাটিন্ডাও কুয়াশার চাদরে মোড়া ছিল। বারাণসীতে এদিন তাপমাত্রার পারদ নেমে ৮.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়।

