মালদহ, ১৬ জানুয়ারি (হি.স.): পেশায় টোটো চালক, এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায়। মৃত যুবকের নাম – সঞ্জয় চৌহান (২২)৷ তাঁর বাড়ি বালুরঘাটের কাদিপুর এলাকায়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় বিয়ের পর থেকে নেতাজি কলোনিতে শ্বশুরবাড়িতে থাকতেন। অভিযোগ, সোমবার রাতে টোটো চালিয়ে বাড়ি ফেরার পথে কেউ বা কারা সঞ্জয়ের ওপর হামলা চালায়। ব্লেড দিয়ে শরীরে একাধিক অংশে কাটা হয়। স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার ভোরে সঞ্জয়কে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

