গুয়াহাটি, ১৬ জানুয়ারি (হি.স.) : রাজ্য সরকার কর্তৃক নতুন প্রবর্তিত অসমের সর্বোচ্চ অসামরিক তিন ক্যাটাগরির পুরস্কার যথাক্রমে ‘আসাম বৈভব’, ‘আসাম সৌরভ’ এবং ‘আসাম গৌরব’-প্রাপকদের নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ মঙ্গলবার জনতা ভবনে এক অনুষ্ঠানে ২০২৩ সালের অসমের সৰ্বোচ্চ অসামরিক পুরস্কারগুলির প্রাপকদের নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী।
মুখ্যমন্ত্ৰী জানান, ভারতের সর্বোচ্চ আদালতের প্ৰাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে এবারের ‘অসম বৈভব’ পুরস্কার প্ৰদান করা হবে এছাড়া ‘অসম সৌরভ’ পুরস্কার দেওয়া হবে চারজনকে। তাঁরা যথাক্ৰমে কিষাণচাঁদ নারিয়ান, সাঁতারু এলভিস আলি হাজরিকা, দৌরবিদ হিমা দাস এবং তিওয়া সাহিত্য ও সংস্কৃতির গবেষক নাদিরাম দৈউরি।
এভাবে ১৭ জনকে দেওয়া হবে ‘অসম গৌরব’ পুরস্কার। যাঁরা ‘অসম গৌরব’-এ ভূষিত হবেন তাঁরা দেবজিৎ চাংমাই, দ্ৰোণ ভূঞা, রঞ্জিত গগৈ, নীলম দত্ত, পাৰ্বতী বরুয়া, অনুপম ডেকা, সৌম্যদীপ দত্ত, বসন্ত সিরিং ফুকন, মনেন্দ্ৰ ডেকা, মিনাক্ষী চেতিয়া, পখিলা লেখটেপি, তেঞ্জিং বডোসা, নিৰ্মল দে, জেসিন কুম্বাং পাও, মেরি হাসা, উপেন্দ্ৰ রাভা এবং রাহুল গুপ্তা।
এই পুরস্কারগুলি আগামী ১০ ফেব্ৰুয়ারি শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া এবং দেশের উপ-রাষ্ট্ৰপতি জগদীপ ধনকড়।
এখানে উল্লেখ করা যেতে পারে, অসম বৈভব পুরস্কারের সঙ্গে রয়েছে একটি প্ৰশস্তিপত্ৰ, প্ৰমাণপত্ৰ, পদক এবং ৫ লক্ষ টাকার আৰ্থিক অনুদান। অসম সৌরভ পুরস্কারের সঙ্গে একটি প্ৰশস্তিপত্ৰ, প্ৰমাণপত্ৰ, পদক এবং ৪ লক্ষ টাকার আৰ্থিক অনুদান। অসম গৌরব পুরস্কারে থাকবে একটি প্ৰশস্তিপত্ৰ, প্ৰমাণপত্ৰ, পদক এবং ৩ লক্ষ টাকার আৰ্থিক অনুদান। এছাড়া পুরস্কার প্রাপকরা পাবেন আরও বেশ কিছু সরকারি সুযোগ-সুবিধা। এগুলির মধ্যে বিনামূল্যে সরকারি আবর্ত ভবনে থাকা, বিনামূল্য রাজ্য পরিবহণ বাসে ভ্রমণ করা, অসমের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ থেকে দু লক্ষ টাকার রেহাই মূল্যের চিকিৎসা ইত্যাদি।