নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একজন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন, তাঁদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। সোমবার গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির কোতোয়ালি থানা এলাকার গীতা কলোনি ফ্লাইওভারের আগে ঝিল কাটের কাছে সেলিম গড় রোডে। মৃতের নাম-গৌরব মালহোত্রা (৪০)।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে এবং তারপর বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

