কালী মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ জানুয়ারি : আজ মেলারমাঠ কালী মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ২২ জানুয়ারিতে অযোধ্যা ধামে প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে সকল মন্দির স্বচ্ছ ও সন্দুর হয়ে উঠুক। সেই লক্ষ্যেই আজ সকালে স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে।