“কেউ আটকাতে পারবে না, রামের নামে ঝড় হবে”, মন্তব্য শুভেন্দু অধিকারীর

পূর্ব মেদিনীপুর, ১৫ জানুয়ারি (হি.স.): “সুনামী দেখেছেন তো! আমফান দেখেছি। সেই রকম ঝড় বইবে রামমন্দির উদ্বোধনে। কেউ আটকাতে পারবে না, রামের নামে ঝড় হবে।” সোমবার খেজুরীতে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা মন্তব্য শুভেন্দু অধিকারী।

২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনকে ঘিরে যে সাজ সাজ রব শুরু হয়েছে, তা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “কুমোরদের কাছ থেকে সরাসরি এক লক্ষ মাটির প্রদীপ কিনেছি। সব ভোকাল ফর লোকাল। বাজারে যেগুলোর দাম ছ’টাকা করে, সেগুলো পেয়েছেন তিন টাকা দরে। মঙ্গলবার নন্দীগ্রামে আসবেন! ২০ হাজার পরিবারকে সেগুলো বিতরণ করা হবে।“ কিন্তু পুলিশ আতসবাজী বাজেয়াপ্ত করছে? এই প্রশ্নের উত্তরে প্রথমে তিনিবলেন, “আমরা তো আতসবাজি ফাটাতে বলিনি!” তার পর বলেন, “কেউ আটকাতে পারবে না। কী বলছেন কী? ঝড় বইবে রামনামে। জো হিন্দু কোনাম করেগা, উও বেঙ্গল মে রাজ করেগা।”