২-২ পয়েন্ট দু-দলের : ত্রিপুরা-‌তামিলনাড়ু রঞ্জি ম্যাচ প্রত্যাশিতভাবেই অমিমাংসীত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি।। প্রত্যাশিত মতোই অমিমাংসীতভাবে শেষ হলো ত্রিপুরা-‌তামিলনাড়ু ম্যাচ। ঘন কুয়াশা এবং মন্দ আলোর জন্য ৪ দিনের ম্যাচে বেশীরভাগ সময়ই খেলা হয়নি। ৪ দিনে মোট ৫১ ওভার খেলা হয়েছে। প্রথম ইনিংস শেষ না হওয়ায় দু-দলই পেলো ২ পয়েন্ট করে। এতে কিছুটা হলেও ক্ষতি হলো ত্রিপুরার। ঘরের মাঠে প্রথম ম্যাচে গোয়াকে হারানোর পর ত্রিপুরার ক্রিকেটারদের মনোবল অনেকটাই বেড়ে গিয়েছিলো। সবার নজর ছিলো তামিলনাড়ুর বিরুদ্ধেও সাফল্য পাওয়া। কিন্তু তা হতে দিলো না প্রকৃতি। ২ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ত্রিপুরাকে। সোমবার ম্যাচের শেষ দিনে হলো মাত্র ১০ ওভার। ওই ১০ ওভারে তামিলনাড়ু যোগ করে ২১ রান কোনও উইকেট না হারিয়ে। দলের পক্ষে বি ইন্দ্রনাথ ১৪০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫৮ রানে এবং বিজয় শঙ্কর ১০৮ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রানে অপরাজিত থেকে যায়। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়াসিং ১৫ রানে এবং রাণা দত্ত ৩৩ রানে ১ টি করে উইকেট ধকল করেছিলেন।‌