শান্তিরবাজার, ১৩ জানুয়ারি: শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে ব্রু শরনার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ব্রু শরনার্থীদের বসবাসের জন্য শান্তির বাজার লাউগাংসম এডিসি ভিলেজে ৩০ হেক্টর জায়গা নির্ধারন করা হয়েছে। এই এলাকায় ৬৩৩ পরিবারের লোকজনের বসবাসের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ করা হবে। ত্রিপুরা ব্রু শরনার্থীদের ১২ তম সর্বশেষ ক্যাম্প হল শান্তির বাজার মহকুমায়। শান্তির বাজারে বসবাসের জন্য যেসকল পরিবারকে নির্ধারন করা হয়েছে তারা সকলে নানান কারনে অনেকমাস যাবৎ শান্তির বাজারে নিজদের ক্যাম্পে আসতে পারেননি। তাই তাঁর বিগত ৭ মাস যাবৎ কোনোপ্রকার সরকারি সহায়তা পাননি বলে জানা যায়।
বর্তমান সময়ে সকলে শান্তির বাজার লাউগাংসম এডিসি ভিলেজে তাঁদের জন্য নির্ধারিত করা জায়গায় আসতে শুরু করেছে। এখন থেকে সকলে সকলপ্রকারের সরকারি সহযোগিতা পাবে। শুক্রবার রাতে এই ক্যাম্পে প্রথম পর্যায়ে ৫৪ জন লোক এসেছে। তাঁরা এখানে থেকে সকল প্রকারের কাজগুলো দেখাশুনা করবে। পরবর্তীসময় সকল কাজ সমাপ্তি হলে ৬৩৩ পরিবারের লোকজন এই এলাকায় এসে বসবাস করবে।
শুক্রবার রাতে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে ৫৪ জন কে আনুষ্ঠানিকভাবে বরন করে নেওয়াহয়। উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লারন নোয়াতিয়া, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার মহকুমা শাসক ডক্টর জি শরৎ নায়ক, অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। সকলে শান্তির বাজারে আগত অতিথিদের বরন করেনন। পরবর্তীসময় প্রসাশনিক সহযোগীতায় সকলকে নির্ধারিত জায়গায় পৌঁছে দেওয়াহয়। সকলকে দ্রুততার সহিত শান্তির বাজার মহকুমায় স্থায়ী বসবাসকারী হিসাবে গরেতুলতে সমস্ত প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র ও সর্বপ্রকারের সরকারী সহযোগীতা পৌঁছে দেওয়াহবে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও শান্তির বাজার মহকুমা প্রসাশনের পক্ষথেকে সহযোগীতা পেয়ে ও এইধরনের অভর্থনা পেয়ে খোবই আনন্দিত ব্রু জনজাতিরা।
ReplyForwardAdd reaction |