মিউনিখ, ১৩ জানুয়ারি(হি.স.): বুন্দেসলিগার ম্যাচে হফেনহেইমকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে বড় জয় পেয়ে জার্মানির কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ারের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করল বায়ান মিউনিখ।
শুক্রবার রাতে ঘরের মাঠে বায়ার্নের হয়ে গোল করেছেন ইংলিশ তারকা হ্যারি কেইনও। হফেনহেইমের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা গোলটি তার এবারের মরসুমের ২২তম। এই গোলের মাধ্যমে তিনি রবার্ট লেভানডস্কির সর্বোচ্চ ২২ গোলের রেকর্ডে ভাগ বসান কেইন।
চলতি মরসুমে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে বায়ার্ন। আর সমান ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বায়ার লেভারকুসেন।