এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু

কাতার,১২ জানুয়ারি(হি.স.): শুক্রবার এশিয়ার মহাদেশীয় ফুটবল–শ্রেষ্ঠত্বের লড়াই শুরু। এটি এশিয়ান কাপের ১৮তম আসর। লড়াইয়ে নামছে ২৪টি দল। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা, স্পেন ও জার্মানিকে হারিয়ে আলোড়ন তুলে দেওয়া সৌদি আরব-জাপান যেমন থাকছে, তেমনি এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে থাকছে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি ভারতও।

মেসিদের সেই বিশ্বকাপ জয়ের মঞ্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ কাতার-লেবানন ম্যাচ দিয়ে পর্দা উঠবে ৩০ দিনের ফুটবল উৎসবের।